#নয়াদিল্লি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ‘মোদির চামচা’ বলে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ঘটনার সূত্রপাত শুক্রবার। তেলেঙ্গানা গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষুব্ধ হন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় সরকার বেশি টাকা দিলেও কেন ছবি নেই প্রধানমন্ত্রীর?
তেলেঙ্গানার একজন সরকারি আধিকারিক তথা আইএএস অফিসারকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিজ্ঞেস করেন, রেশনে যে চাল দেওয়া হয় সেখানে কেন্দ্র এবং রাজ্যের তরফে কত টাকা দেওয়া হয়? যদিও সে প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দিতে পারেননি ওই জেলাশাসক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তখনই তাঁকে জানান,৩৫ টাকা প্রতি কেজির চালে কেন্দ্রীয় সরকার দেয় ৩০ টাকা এবং রাজ্য দেয় ৪ টাকা। বাকি ১ টাকা গ্রাহকদের থেকে নেওয়া হয়।
আরও পড়ুন : ‘কম্পিউটার বা ট্যুইটারে রাজনীতি হয় না…’ রাহুলকে তোপ দেগে নয়া ইনিংস শুরু আজাদের!
এরপরেই নির্মলার প্রশ্ন ছিল, যেখানে বেশিরভাগ টাকাই কেন্দ্রীয় সরকার দেয়, কেন প্রধানমন্ত্রীর ছবি রাখা হবে না? জিতেশ প্যাটেলকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “আমাদের লোকেরা এসে এখানে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দিয়ে যাবেন।” সেই ছবি যাতে খুলে না দেওয়া হয়, জেলাশাসককে তা নিশ্চিত করার নির্দেশ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নির্মলা সীতারামন জানিয়ে দেন, ওই রেশন দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগিয়ে দিয়ে যাবেন বিজেপির কর্মী সমর্থকরা। জেলাশাসককে নির্দেশ দেন সেই ছবি যাতে তুলে না দেয়া হয় তা নিশ্চিত করার। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। ট্যুইটারে তিনি লিখেছেন,সবমিলিয়ে ৫০ থেকে ৫৫ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। বাকি ৪৫ শতাংশের মধ্যে রাজ্য সরকার ১০ কেজি চাল বিনামূল্যে দেয়। প্রতিমাসে রাজ্য সরকার ৩ হাজার ৬১০ টাকা খরচ করে রাজ্য।”
আরও পড়ুন : তৃণমূলে নতুন ‘লক্ষ্মণ শেঠ’ খুঁজে পেলেন শুভেন্দু অধিকারী! অভিষেককে বেনজির আক্রমণ
তৃণমূলের তরফেও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রবল সমালোচনা করা হয়েছে। ট্যুইটারে তৃণমূল নেতা তথা আরটিআই কর্মী সাকেত গোখলে কোলে লিখেছেন, “নির্মলা সীতারামন, নরেন্দ্র মোদি এবং অন্যান্য মন্ত্রীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার টাকা আসে দেশের মানুষের করের টাকায়। তাঁর যুক্তি অনুযায়ী, দিল্লির লুটিয়েন্স বাংলো-সহ অন্যান্য জায়গায় প্রত্যেক ভারতবাসীর ছবির লাগিয়ে গ্যালারি তৈরি করা উচিত।” তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভার প্রাক্তন সংসদ সুব্রামনিয়াম স্বামী। ট্যুইটারে তিনি লিখেছেন, “চামচাগিরির লজ্জাজনক উদাহরণ। অন্তত তিনি রাজ্যের গণবন্টন ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে চিঠি লিখে মোদির ছবি না থাকার বিষয়টি জানতে পারতেন।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।