দুবাই: আজ পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিং পার্টনারশিপে ভারত বড় কিছু করতে চায় তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। রোহিত শর্মা এবং কেএল রাহুল যদি শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারতেন তাহলে পাকিস্তানের ওপর চাপ তৈরি করা সম্ভব, সেটা জানা ছিল। নিজেদের পরিকল্পনা মাফিক শুরু থেকেই দুই ভারতীয় ওপেনার আক্রমণাত্মক শট খেললেন।
রউফ, নাসিম শাহ, হাসনিনদের শুরু থেকেই বাউন্ডারির বাইরে ফেলা শুরু করল ভারত। পাওয়ার প্লেসে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রান হল আজ। রোহিত এবং রাহুল দুজনেই ফিরে গেলেন ব্যক্তিগত ২৮ করে। এরপর কিছুটা সময় নিয়ে রান এগিয়ে নিয়ে যেতে থাকলেন বিরাট এবং সূর্য।
কিন্তু এদিন বড় ইনিংস খেলতে পারলেন না সূর্য কুমার। ১৩ রানের মাথায় সুইপ্ মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন। ১০ ওভারে ভারতের রান ছিল ৯৩/৩। পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টিতে এটাই ছিল ভারতের দ্রুততম ১০০। পাকিস্তানের বাঁহাতি স্পিনার নওয়াজ বুদ্ধি করে বল করলেন।
পন্থ ১৪ করে সুইচ হিট মারতে গিয়ে সহজ ক্যাচ দিলেন। ভারতীয় সমর্থকদের কাছে সবচেয়ে বড় ধাক্কা লাগল খাতা না খুলে হার্দিক পান্ডিয়ার ফিরে যাওয়া। হাসনিনের বলে মিড অনে ধরা পড়লেন হার্দিক। একেবারে ছক কষে তাকে আউট করল পাকিস্তান। ভারত যেভাবে শুরু করেছিল সেই তুলনায় শেষের দিকে রান কম উঠল।
প্রশংসা করতে হবে পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানের। মাঝের ওভারগুলোতে তিনি নিয়ন্ত্রণ রাখলেন ভারতীয় ব্যাটসম্যানদের ওপর।তবে যেভাবে উইকেটে পড়ে থাকে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করলেন বিরাট, তাতে বোঝা গেল কেন তাকে বড় ম্যাচের প্লেয়ার বলা হয়। পাকিস্তানের বিরুদ্ধে খুব কম বার খারাপ খেলেছেন তিনি। তাকে কিছুটা সাহায্য করলেন দীপক হুদা (১৬)। বিরাট রান আউট হলেন ৬০ করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs PAK, Virat Kohli